দলকে শক্তিশালী করতে সকলকে দলের জন্য কাজ করতে হবে

চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময়সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, দলকে শক্তিশালী করতে সকলকে দলের জন্য কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছে, উন্নয়নের মহাসড়কে উঠেছে। শেখ হাসিনা বিশ্ব রোলমডেল। হুইপ ছেলুন জোয়ার্দ্দার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এতিমের মেরে খাবেন তার বিচার হবে না এটা হতে পারে না। ৮ ফেব্রুয়ারি বিএনপির নেত্রী রায়কে সামনে রেখে বিএনপির নেতাদের বক্তব্যকে সমলোচনা করে বলেন, রায় হবে ৮ ফেব্রুয়ারি তার আগে কি হবে তারা তার আগেই বলে দিচ্ছেন এটা অনুভাব করে ফেলেন। তার (খালেদা জিয়ার) সাজা হবে কি খালাস পাবেন তার আইনজীবীরা ভালো জানেন তাই এসব আবলতাবল বকছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দিচ্ছে যাতে করে লেখাপড়া থেকে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে না পড়ে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দেশকে কখনই আমরা পেছনের দিকে ফেলে দিতে পারি না। তিনি নেতা কর্মীদের উদ্দেশে আরও বলেন, চুয়াডাঙ্গা আওয়ামী লীগে কিছু অতিথি পাখি ঢুকে দলটাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে সেই সব অতিথি পাখিদের দলে জায়গা হবে না কখনও। আপনাদের সতর্ক থাকতে হবে তাদের কথায় চলা যাবে না তাদের জায়গা যখন দেয়া হবে না আপনাদের জায়গা দেবে কোথায়। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে সমস্ত উন্নয়ন করেছে তার প্রচার-প্রচারণা চালাতে হবে। এলাকার মানুষকে উদ্দেশ্য করে আরও বলেন, আমাদের সরকার ক্ষমতায় থাকায় আপনাদের রাস্তা পাকা হয়েছে। সন্ত্রাসিরা এলাকা থেকে বিদায় নিয়েছে গ্রামের মানুষ আর শহরে গিয়ে থাকতে হয় না নিজ বাড়িতে সুন্দর পরিবেশে বসবাস করছে। তিনি আরও বলেন, আপনাদের প্রস্তুত থাকতে হবে ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে জামাত-বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করলে তাদের দাত ভাঙা জবাব দিতে হবে। সভায় পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন চুয়াডাঙ্গা জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি গরিব রুহানী মাসুদ, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম হোসেন ৫নং ওয়ার্ড সভাপতি জালাল হোসেন, আওয়ামী লীগ নেতা ইউনুছ মোল্লা, সাবেক ইউপি সদস্য রবকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মজিদ।