আন্দুলবাড়িয়া প্রতিনিধি: অবৈধ দখলদারদের উৎপাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আন্দুলবাড়িয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি মাপজোপ সম্পূর্ণ হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জমি মাপজোপ করাকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জমি মাপজোপ শেষে ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশদল দীর্ঘদিনের অবৈধ দখলদারদের দখল উচ্ছেদ করেন ও পাঁকা, আধা পাঁকা স্থাপনা ৩ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, জীবননগর থানার এএসআই সাজ্জাদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, উপজেলা পরিবার পরিকল্পনা সিনিয়র সহকারী কর্মকর্তা লতিকা ইয়াসমিন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. আতাবুল ম-ল, আওয়ামী লীগ নেতা বাগদাদ হোসেন, এসএম আশরাফুল ইসলাম টিপু, শেখ রেজা হোসেন, পরিবার কল্যাণ পরির্দশক আরিফ হোসেন, পরিবার কল্যাণ সহকারী সাজ্জাদ হোসেন, রেশমা খাতুন, এফডাবলুএ আশরাফুন নাহার শোভা ও তহমিনা পারভীন প্রমুখ।