সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে মর্তুজাপুরের তারিককে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এএসআই বেলাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মর্তুজাপুর নজরুলের বাঁশ বাগান থেকে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের দেলবার হোসেনের ছেলে তারিককে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাকে রাতে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করাসহ তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।