জীবননগর ব্যুরো: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জীবননগর বসুতিপাড়ার সাইদুর রহমানকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। এসময় তার পকেট থেকে লুটে নেয়া হয়েছে প্রায় ২২ হাজার টাকা। আহত সাইদুরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একই পাড়ার ফনিচউদ্দিন ওরফে ফনেসহ তার ৩ ছেলে ও এক জামাতাকে আসামি করে থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত শুক্রবার এ মারপিটের ঘটনা ঘটে।
বসুতিপাড়ার মৃত মোফাজ্জেল হকের ছেলে আহত সাইদুর রহমান গত শনিবার থানাতে তার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন, জমিজমা সংক্রান্ত বিরেধের জের ধরে গত শুক্রবার একই পাড়ার মৃত তাহাজ্জেল হোসেনের ছেলে ফনে, তার ৩ ছেলে আলিহীম, জাহিদ ও সবুর এবং জামাতা বাবু তাকে রাস্তা থেকে ধরে এনে বেধড়কভাবে পিটিেিয় মারাত্মক আহত করে। এসময় তার পকেটে থাকা ২১ হাজার ৭২৫ টাকা লুটে নেয়া হয়। জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গত শনিবার তিনি উল্লেখিতদের নামে থানাতে অভিযোগ দায়ের করেন।