বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার আলাচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মিরপুরে একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান অনারারী ক্যাপ্টেন (অব.) নোয়াব আলী। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন (অব.) আলহাজ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, বিশিষ্ট সাত্তার মোল্লা প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি