দামুড়হুদা প্রতিনিধি: এসএসসি পরীক্ষার আর মাত্র ৩ দিন বাকি। অথচ প্রতিদিন সন্ধ্যা হলেই থাকছে না বিদ্যুত। বিশেষ করে দামুড়হুদা সদরে বিদ্যুতের দীর্ঘ লোডশেডিঙের ফলে এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় চরমভাবে বিঘœতার সৃষ্টি হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকমহল। এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যার পর থেকে লোডশেডিং না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এলাকার ভুক্তভোগী অভিভাবকমহল। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।