অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশন শুরু করেছে ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ জয় ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে সফরকারী ইংল্যান্ড। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় ইংলিশরা। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল চতুর্থ ওয়ানডে খেলতে নামছে ইংল্যান্ড। অপরদিকে, অসিদের লক্ষ্য শেষ দু’ওয়ানডে জয়। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। তবে ওয়ানডেতে দেখা যাচ্ছে অন্য এক ইংল্যান্ডকে। প্রথম তিন ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে ইংলিশরা।

মেলবোর্ন ও ব্রিজবেনে ৫ ও ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। মেলবোর্নে ইংল্যান্ডের সামনে ৩০৫ রানের টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। ওপেনার অ্যারন ফিঞ্চ ১০৭ রান করেন। এরপর ব্যাট হাতে জ্বলে উঠেন ইংলিশ ওপেনার জেসন রয়। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮০ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে দলকে দুর্দান্ত এক জয় এনে দেন রয়।

প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন ফিঞ্চ। তার ১০৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৭০ রান করে অস্ট্রেলিয়া। এবারও ফিঞ্চের সেঞ্চুরি বিফল করে দিয়ে ৩৪ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এরপর সিডনিতে উইকেটরক্ষক জশ বাটলারের অপরাজিত ১০০ রানে সুবাদে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। কিন্তু দলের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় ৬ উইকেটে ২৮৬ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। তাই দু’ম্যাচ বাকি রেখেই সিরিজ হার নিশ্চিত করে ফেলে অসিরা।

তবে শেষ দু’ম্যাচে জয়ের জন্য মাঠে নামবেন বলে জানান অস্ট্রেলিয়ার ওপেনার ফিঞ্চ। চতুর্থ ওয়ানডের আগে ফিঞ্চ বলেন, ‘ভাগ্য সাথে না থাকায় আমরা প্রথম তিন ম্যাচই হেরেছি। বড় টার্গেট ছুড়ে দিয়েও ম্যাচগুলো হারতে হয় আমাদের। তবে আমাদের আরও বেশি উন্নতি করতে হবে এবং আরও ভালো ক্রিকেট খেলতে হবে। শেষ দু’ওয়ানডেতে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। শেষ দু’ওয়ানডে জিততে পারলে দারুন অর্জন হবে আমাদের। সেরা পারফরমেন্স দেয়ার মত সামর্থ্য আমাদের রয়েছে। শেষ দু’ওয়ানডে জয়ের ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী। জয়ের লক্ষ্য নিয়ে আমরা খেলতে নামবো।’

সিরিজ নিশ্চিত হয়ে গেলেও, মাটিতে পা রয়েছে ইংল্যান্ডের। শেষ দু’ওয়ানডেতেও দুর্দান্ত পারফরমেন্সর কথা বললেন ইংলিশদের উইকেটরক্ষক বাটলার, ‘সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে আমাদের। তাই বলে আমরা সবকিছু পেয়ে যাইনি। এখনো সিরিজের দুটি ওয়ানডে রয়েছে। আমাদের লক্ষ্য শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করা। এজন্য অসিদের বিপক্ষে আমাদের সেরা পারফরমেন্স প্রদর্শন করতে হবে। প্রথম তিন ম্যাচে যেভাবে খেলেছি শেষ দু’ওয়ানডেতেও আমরা একই ধরনের ক্রিকেট খেলব। কারন আমাদের এখন লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।