দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১০জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান, দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম, দামুড়হুদা মডেল থানার এসআই তপন কুমার নন্দী, এএসআই সাজেদুল, এএসআই এজাজ, এএসআই সবেদ আলী এবং এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে লিটনকে ১০ পিস ইয়াবাসহ এবং নতিপোতা গ্রামের মৃত শাহারত আলীর ছেলে ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া দর্শনার ইসলাম বাজারের মফিজুলের ছেলে রয়েল, বেড়বাড়ি-হেমায়েতপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে শবারত আলী, বুইচিতলার আব্দুল হান্নানের ছেলে ডালিম, একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হান্নান, লাভলু গাইনের ছেলে তৈমুর গাইন, কেশবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম, একই গ্রামের রায়হানের ছেলে আকাশ এবং চুয়াডাঙ্গা জেলা সদরের নুরনগর কলোনীপাড়ার মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ আলীকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটককৃতদের গতকাল বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।