মেহেরপুর অফিস: নবগঠিত মেহেরপুর জেলা প্রেসক্লাবের কমিটিতে ইচ্ছার বিরুদ্ধে নাম লিখিয়ে সদস্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। এরা হলেন, রেদওয়ান বাশার ওরফে তাপস, আবু সাঈদ ও হাসান মোস্তাফিজুর রহমান ওরফে শের খান। নবগঠিত মেহেরপুর জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন হাসান মোস্তাফিজুর রহমান ওরফে শের খান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এদিকে গতকাল সোমবার দুপুরে আবু সাঈদ সেল ফোনে মাথাভাঙ্গাকে জানান যে, তিনি মেহেরপুর জেলা প্রেসক্লাবের কেউ নন। বিধায় তাকে কিভাবে জেলা প্রেসক্লাবের সদস্য করা হলো? অন্যদিকে রেদওয়ান বাশার ওরফে তাপস জানান, ভূল বুঝে কিছুদিন আমি তাদের সারিতে ছিলাম। কিন্তু কমিটি গঠনের আগেই তাদের কাছ থেকে আমি একেবারেই দূরে চলে যাই। এরপরে তারা আমাকে কমিটিতে কিভাবে রাখলো?