আমঝুপির মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফরাজী (৭৫) গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে তার নিজ বাসভবন আমঝুপিতে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ……… রাজেউন)। তার মৃত্যুতে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বশির আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন। তার এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাশ দেখার জন্য ভিড় জমায়। বিকেল ৫টার দিকে আমঝুপি আলিম মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে আমঝুপি কবরস্থানে লাশ দাফন করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জানাজার নামাজে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফরাজী স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।