শৈলকুপায় ৫দিন ধরে গরু ব্যবসায়ী নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ৫দিন ধরে মসলেম উদ্দিন (৩২) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তার ভাই নজরুল ইসলাম থানায় একটি জিডি করেছে। মসলেম উপজেলার উমেদপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের মৃত হাকিম বিশ্বাসের ছেলে। নিখোঁজ মসলেমের ভাই নজরুল জানান, গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম ও পান্টি এলাকায় গরু কেনা-বেচা করার উদ্দেশে বাড়ি থেকে বের হয় মসলেম। এরপর মসলেম আর বাড়ি ফেরেনি। বৃহ¯পতিবার সন্ধ্যা থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, নিখোঁজের দিন মসলেমের কাছে অনেক নগদ টাকা ছিলো। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, মসলেম নিখোঁজের ঘটনায় তার ভাই একটি জিডি করেছেন। মসলেমকে উদ্ধারের চেষ্টা চলছে।