কোটচাঁদপুরে একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ মাসহ একই পরিবারের ৬ সদস্যকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী সন্ত্রাসি বিষারত গং। কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত কিনু ম-লের আহত স্ত্রী রাবেয়া বেগম (৬৫) জানান, গত শনিবার বিকেলে তার ছেলের স্ত্রী ও মেয়ের সাথে প্রতিবেশী বিষারত সরদারের স্ত্রীর তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে ওই দিন রাত ৯টার দিকে হঠাৎ করে প্রতিবেশী মৃত দাউদ সরদারের ছেলে বিষারত তার ভাই শরিফ, বিল্লাল এবং শরিফের দুই ছেলে রাসেল ও তাসেল দা, দাসা ও লোহার রডসহ ৭-৮জন বৃদ্ধ রাবেয়া বেগমের বাড়িতে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়। এতে রাবেয়া বেগম (৬৫), ছেলে ফারুক (৩০), রিপন (২৮), মেয়ে মর্জিনা (৪০) ছেলে বৌ আলিয়া (৪০) ও পারুল (২৫) আহত হয়। ঘটনার পর পরই মারাত্মক জখম বৃদ্ধ মা রাবেয়া বেগম ও তার ছেলে ফারুককে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার পথে বিষারতের লোকজন খালিশপুর হঠাৎপাড়ার নিকট গতিরোধ করে। এসময় স্থানীয় মানুষের বাধার মুখে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। ওই রাতেই মা রাবেয়া বেগম ও ছেলে ফারুককে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসার নিয়ে বাড়ি ফিরেছেন। এ ব্যাপারে রিপন বাদী হয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি নিয়ে গোবিন্দপুরের ইউপি মেম্বার তাফসিরের নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, খুবই সামান্য বিষয় নিয়ে এ ধরনের গোলযোগ করা বিষারতদের ঠিক হয়নি। আমি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি। এ ব্যাপারে থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।