মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আয়োজনে গতকাল সোমবার বিকেলে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়সভায় অত্র ৬নং ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট, পানিতে আর্সেনিকসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। তিনি বলেন, সমস্যাগুলো লিপিবদ্ধ করা হয়েছে, পর্যায়ক্রমে রাস্তাঘাটসহ সকল সমস্যা সমাধান করা হবে। সভায় বক্তব্য রাখেন পুরোহিত রেভা. সিমশম মজুমদার, রেভা. ফিলিপ বিশ্বাস, ইউপি সদস্য মি. সংকর বিশ্বাস, মি. দিলিপ মল্লিক, কাজি কমরউদ্দীন, আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।