স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের পীরপুর মাঝেরপাড়ার আলোচিত প্রাইভেট টিউটর চান মিয়া ওরফে রমজান (২০) জামিনে মুক্ত হয়েছেন। গ্রামেরই কিশোরী কুমারী মাতার প্রসূত সন্তানের সাথে চান মিয়ার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে পেশের পর গত বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।
৫ম শ্রেণির ছাত্রী গ্রামেরই বদিউজ্জামান বদি ওরফে বদর উদ্দীনের ছেলে চান মিয়ার নিকট প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ। এ অভিযোগে মামলা হয়। এ মামলায় চান মিয়াকে দীর্ঘ সময় ধরে জেলহাজতে থাকতে হয়। জেলহাজতে থাকাবস্থায় কিশোরী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সন্তান প্রসব করে। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই নবজাতকের সাথে চান মিয়ার ডিএনএ পরীক্ষার আদেশ দেন। পরীক্ষাসম্পন্ন করা হয়। পরীক্ষায় চান মিয়ার সাথে ওই নবজাতকের সম্পর্কের প্রমাণ মেলেনি বলে রিপোর্ট দেয়া হলে প্রশ্ন ওঠে তা হলে ওই কিশোরীর প্রসূত সন্তান কার? অবশ্য মামলার বাদী পক্ষের আইনগত সহায়তা প্রদানকারী আইনজীবী অ্যাড. মানি খন্দকার বলেছেন, ডিএনএ পরীক্ষা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রয়োজনে পুনঃপরীক্ষার আবেদন জানানো হবে।