স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আইসিপি চেকপোস্ট থেকে অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৬ বিজিবি। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে ভারতীয় ২২টি উন্নতমানের শাড়ি, ৪২টি থ্রিপিস, ৪ পিস লেহাঙ্গা, ৩৯৪টি ইমিটেশনের আংটি ও ২০০ প্যাকেট লাইট সিগারেট আটক করা হয়। আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার ৪শ’ টাকা। আটককৃত মালামাল দর্শনা কাসটমস অফিসে জমা রাখা হয়েছে।