দেশি টুকরো

রান্না ঘর এখনো ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও রান্না ঘর ছাড়েননি। হাজার ব্যস্ততার মাঝেও হাতে কিছুটা সময় পেলে রান্না ঘরে ঢুকে রান্না করেন তিনি। গত শনিবার গণভবনে রান্না করার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। প্রশংসাসূচক বাক্য লিখে ছবি দুটি শেয়ার করতে থাকেন অনেকেই। এ ছবিই যেন প্রমাণ করে দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠতে পারেন তিনি।

ওই দুই ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে রান্না করছেন শেখ হাসিনা। এর আগে ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলের জন্মদিন উপলক্ষ্যে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও তখন ভাইরাল হয় ফেসবুকে। সেই সময় জন্মদিনে মায়ের হাতের পোলাও নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সজীব ওয়াজেদ। সেখানে তিনি লিখেছিলে, ‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যতো পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা।’

ন্যাম ভবনে এমপি-পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লার ছেলে অনিক আজিজ স্বাক্ষরের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৭টার দিকে ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্লাট থেকে অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শেরে-বাংলানগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা সকাল ৭টার দিকে অনিকের বেডরুম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত হয়নি। মৃত্যুর কারণ শনাক্তের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজমর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, পরিবারের অভিযোগ তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মৃতের চাচা বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল সংসদে পাস

স্টাফ রিপোর্টার: কৃষি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সেচ কাজে পানির অপচয় হ্রাস, ভূ-গর্ভস্থ পানির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে ও পানি সম্পদের ব্যবহার এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়নে প্রয়োজনীয় বিধান করে গতকাল রোববার সংসদে কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল ২০১৮ পাস করা হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে উল্লেখিত বিধানের উদ্দেশ্য পূরণে দেশের সব উপজেলায় সেচ কমিটি করার বিধান করা হয়। এ কমিটির গঠন, সদস্য সংখ্যা ও কার্যাবলী বিধিমালা দ্বারা নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয় । এ কমিটি থেকে দেয়া লাইসেন্স ছাড়া কৃষি কাজের জন্য কোনো স্থানে নলকূপ স্থাপন না করার বিধান করা হয়। বিলে বিদ্যমান নলকূপের লাইসেন্স গ্রহণের বিধান করা হয়েছে। বিলে এছাড়া লাইসেন্স স্থগিতকরণ, লাইসেন্স বাতিলকরণ, করপোরেশন ইত্যাদি কর্তৃক নলকূপ সরবরাহ সংক্রান্ত বিধি নিষেধ, বিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে। বিলের বিধান লঙ্ঘনজনিত অপরাধের জন্য অনধিক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করার বিধান করা হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে আ.লীগপন্থীরা ২৪, বিএনপিপন্থীরা ১টিতে জয়ী

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ২৪টি আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগের সমর্থকেরা। গণতান্ত্রিক ঐক্য পরিষদের ব্যানারে তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্য একটি আসন পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী প্যানেল। বামপন্থী দলগুলোর সমর্থকদের প্রগতি পরিষদ থেকে কেউ বিজয়ী হতে পারেননি। গতকাল রোববার বিকেলে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক নাসরীন আহমাদ। তিনি জানান, সারা দেশে ৪৩ হাজার ৯৯৭ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের মধ্যে ২২ হাজার ৬৪২ জন ভোট দিয়েছেন। ১ হাজার ২৬০টি ভোট বাতিল হয়েছে। তিনটি প্যানেল ও প্যানেলের বাইরে মোট ৮০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।