দামুড়হুদায় সড়কে পড়ে থাকা কাদা-মাটি অপসারণ শুরু

পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়লো ইটভাটা মালিকদের : জরুরি বৈঠক

দামুড়হুদা প্রতিনিধি: পত্রিকায় সংবাদ প্রকাশের পরদিনই সড়কে পড়ে থাকা কাদা-মাটি অপসারণের কাজ শুরু করেছেন ইটভাটা মালিকরা। গতকাল শনিবার দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কে তাল্লু স্পিনিং মিলের সামনে থেকে দামুড়হুদা ব্র্যাকমোড় পর্যন্ত, দামুড়হুদা-দর্শনা সড়কে শেখপাড়া, দেউলীর মোড় থেকে চিৎলা হাসপাতাল পর্যন্ত ইটভাটার প্রায় ২শ’ শ্রমিক সড়কে পড়ে থাকা কাদামাটি অপসারণ করেন। এছাড়া দামুড়হুদা কলেজের সামনে, চিৎলা হাসপাতাল থেকে কদমতলা পর্যন্ত, নাপিতখালির মোড় থেকে মোক্তারপুর মোল্লাবাজার পর্যন্ত সড়কের ওপর থেকে কাদা-মাটি অপসারণ করা হয়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, সড়কের ওপর পড়ে থাকা কাদামাটি অপসারণের জন্য আমি কয়েক দফায় ইটভাটা মালিকদের বলেছি। তিনি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা এবং প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, যারা সড়কের ওপর থাকা কাদামাটি এখন পর্যন্ত অপসারণ কাজ শুরু করেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে দামুড়হুদা পুড়াপাড়াস্থ রাজা ইটভাটা মালিকের সাথে মোবাইলফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে তার ম্যানেজার বলেছেন, মালিকরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। রাজা, বাদশা, সিবিএম ইটভাটার সমস্ত ট্রাক্টর আজ বন্ধ রেখে সড়কে পড়ে থাকা কাদামাটি অপসারণ কাজ শুরু করা হয়েছে। ইটভাটা মালিক তুফন মিয়া মোবাইলফোনে বলেছেন, সড়কের ওপর পড়ে থাকা কাদামাটি অপসারণের বিষয়ে মালিকদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। জনদুর্ভোগ এড়াতে এখন থেকে নিয়মিতভাবে সড়ক পরিচ্ছন্ন রাখা হবে।
উল্লেখ্য, গতপরশু শুক্রবার ‘দামুড়হুদা উপজেলার অধিকাংশ পিচরোডেই ইটভাটার মাটি পড়ে বেহাল দশা, বৃষ্টি হলেই দুর্ঘটনার আশঙ্কা: ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের’ শিরোনামে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পরই মূলত নড়েচড়ে বসে ইটভাটা মালিকরা।