স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এশিয়ান টিভি ও রেডিও’র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে এশিয়ান টিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর আবুল হোসেন, আব্দুল মজিদ জিল্লু ও নাজমুল হক স্বপন।