চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য সাজুর পিতৃ বিয়োগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জেলা সদরের মোমিনপুর বাজারের ব্যবসায়ী হাজি আব্দুল মান্নান আর নেই, গতপরশু তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে……….রাজেউন)। গতপরশু বৃহস্পতিবার রাতে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর বাজারের হাজি আন্দুল মান্নান ইন্তেকাল করছেন (ইন্নাল্লিলাহে…..রাজউেন)। গতপরশু বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। গতপরশু রাত ৭টার দিকে মরহুমের প্রতিষ্ঠিত রোমেলা রহমানিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা পরিষদের সদস্য সাজু ও ব্যবসায়ী মাজু-রাজুর পিতা ছিলেন।