কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব ক্যাম্পের এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুরের নুর মোহাম্মদের বাড়ির কাছে থেকে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে ১২০ বোতল ফেন্সিডিল ও পুরোনো বাইসাইকেলসহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের বাবর আলী শেখের ছেলে আবু সিদ্দিক শেখ লাল্টুকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা আটক করে। উদ্ধারকৃত মালামালসহ মাদকব্যবসায়ী লাল্টুকে ঝিনাইদহে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।