আলমডাঙ্গা নগর-বোয়ালিয়ায় বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেলো স্কুলছাত্রী

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার নগর-বোয়ালিয়ায় বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেলো স্কুলছাত্রী লিজিয়া। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের হস্তক্ষেপে ভাংবাড়িয়া ইউনিয়নের নগর-বোয়ালিয়া গ্রামের নতুনপাড়ার নিজাম উদ্দীনের ছেলে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী লিজিয়া খাতুন (১৫) বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। গতকাল শুক্রবার পরিবারের পক্ষ থেকে স্কুলছাত্রীর বিয়ে ঠিক করেছিলো গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে এক প্রবাসীর সাথে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহান মান্নান খবর পেয়ে তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু আইসি রওশন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাবালিকার পিতা-মাতার কাছ থেকে মুচলিকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।