বিদেশি টুকরো

দুর্ঘটনায় জিম্বাবুয়ের বিরোধী নেতা রয় বেনেটের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: উত্তর আমেরিকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রী মারা গেছেন। নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি গত বৃহস্পতিবার ০১:০০)  ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের আরও তিন আরোহীর মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে যান। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তিগত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে। মুভমেন্ট ফর ডেমক্রেটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা বেনেটের (৬০) দল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এক টুইটে এমডিসি নেতা ডেভিড কলটার্ট লেখেন, ‘আমি এই মাত্র তিনটি বিশ্বস্ত সূত্র থেকে উত্তর আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় রয় এবং হিদার বেনেটের দুঃখজনক মৃত্যুর খবর পেলাম। তাদের মতো দুইজন দেশভক্তের মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত। তাদের পরিবার ও স্বজনদের জন্য আমার সমবেদনা রইলো।’ পরে এমডিসির পক্ষ থেকে এক বিবৃতিতে রয় ও তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

আরেকটি কোরীয় যুদ্ধের ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র

মাথাভাঙ্গা মনিটর: দুই কোরিয়ার মধ্যে আরেকটি যুদ্ধ বাধানোর ফন্দি করছে যুক্তরাষ্ট্র। কানাডার ভ্যানকুবারে সম্প্রতি প্রায় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমন ফন্দি করা হচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। আইএএনএসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেছে, কানাডার সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্র যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে। কোরীয় যুদ্ধে অংশ নেয়া দেশের মন্ত্রীদের ডেকে বৈঠক করা হয়েছে। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যেসব দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, তাদের অধিকাংশই ১৫ ও ১৬ জানুয়ারির ওই বৈঠকে অংশ নিয়েছে। ওই দলে জাপান ও দক্ষিণ কোরিয়াও আছে।

উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ওই বৈঠকে খোলাখুলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ বাড়াতে থাকবে। যতোক্ষণ পর্যন্ত না উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি থেকে সরে না আসে, ততোক্ষণ পর্যন্ত তেল, শিল্পপণ্যসহ উত্তর কোরিয়ার নাগরিকদের বিতাড়িত করে চাপ অব্যাহত রাখার কথা বলা হয়।

বয়ঃসন্ধিকাল এখন ‘১০ থেকে ২৪ বছর’

মাথাভাঙ্গা মনিটর: মানুষের জীবনের যে সময়টিকে কৈশর বা বয়ঃসন্ধিকাল বলে ধরা হয় তা সাধারণত ১৯ বছরে শেষ হয় বলে মনে করা হলেও এখন এ সময়সীমা ২৪ বছর পর্যন্ত পৌঁছে গেছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এখন কৈশরের মেয়াদকাল আসলে ১০ থেকে ২৪ বছর। অর্থাৎ, আজকাল বয়ঃসন্ধিকাল আগেভাগে ১০ বছর বয়সেই শুরু হয়ে চলছে অনেক বেশি সময় পর্যন্ত।

তরুণ ছেলে-মেয়েরা এখন অনেক দীর্ঘ সময় ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তারা বিয়ে করতে এবং সন্তান নিতে দেরী করছে। আর একারণেই কৈশরের সময়কাল বেড়ে যাচ্ছে বলে অভিমত বিজ্ঞানীদের। ফলে মানুষের ‘প্রাপ্তবয়স্ক’ হওয়ার সময়টি নিয়ে প্রচলিত ধারণাও বদলে যাচ্ছে। ‘ল্যান্সেট চাইল্ড এন্ড এডোলেসেন্ট হেলথ জার্নালে’ বিজ্ঞানীরা তাদের এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে আইনকানুনগুলোকে যুগোপযোগী রাখার জন্য বয়ঃসন্ধিকালের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা জরুরি বলে মত দিয়েছেন তারা। তবে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, এতে করে তরুণদেরকে আরও বেশিদিনের জন্য শিশুতুল্য ভাবার ঝুঁকি থেকে যাবে।

মা হচ্ছেন জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: সুখবরটা নিজেই দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন, সোশাল মিডিয়ায় জানালেন, মা হতে চলেছেন তিনি। অ’ডুর্ন আর তার পার্টনার ক্লার্ক গেফোর্ড আশা করছেন, আসছে জুনেই তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। প্রধানমন্ত্রী সেজন্য ছয় সপ্তাহ ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে লিখেছে। ৩৭ বছর বয়সী জেসিন্ডা অ’ডুর্ন নিউ জিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত অক্টোবরে। তার দল লেবার পার্টি নির্বাচনে হয়েছিলো দ্বিতীয়। কিন্তু কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে সরকার গঠন করেন অ’ডুর্ন। তিনি জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি প্রথম বুঝতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার ডাক পাওয়ার মাত্র ছয় দিন আগে। ইনস্টাগ্রামে সেই সুখবর তিনি সবাইকে জানিয়েছেন গতকাল শুক্রবার। সেখানে অ’ডুর্ন লিখেছেন, তিনি হবেন প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে একজন মা। আর গেফোর্ড আপাতত বাবা হিসেবে ঘর সামলাবেন।

Leave a comment