জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট সার্জারি ও মনোয়ারা সনো সেন্টারের স্বত্বাধিকারী ডা. রফিকুল ইসলাম মিল্টনের পিতা সিরাজুল ইসলাম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জীবননগর বসুতিপাড়ার বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শুক্রবার তার মরদেহ চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে গ্রামে নেয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলে ডা. রফিকুল ইসলাম মিল্টনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ডা. রফিকুল ইসলাম মিল্টনের পিতার আকস্মিক ইন্তেকালে জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।