গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে স্ব স্ব প্রতীক নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। বাজার কমিটির নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার হাজি আলফাজ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার। নির্বাচন কমিশন সদস্য রেজাউল করিম ও আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সদস্য পৌর প্যানেল মেয়র নবীর উদ্দীন। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়ার জন্য বাজার কমিটি নির্বাচন কমিশন একটি আচরণ বিধিমালা প্রণয়ন করেছে। এরই আলোকে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন ইউএনও এবং ওসি। প্রচার-প্রচারণা ও ভোট গ্রহণের দিন প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলেও জানিয়েছেন অতিথিবৃন্দ। প্রয়োজনে কঠোরতা প্রকাশ করতেও দ্বিধা নেই বলে সাফ জানিয়েছেন দেন তারা। ত্রি-বার্ষিক নির্বাচনে ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদেই দু’য়েকটি একক প্রতীক হিসেবে চূড়ান্ত হয়। বাকিগুলো লটারির মধ্যদিয়ে চূড়ান্ত করা হয়। সুষ্ঠু-সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে প্রার্থীরা স্ব স্ব প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থক ছাড়াও আরও উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির নির্বাচন কমিশন সদস্য জাহিদুল ইসলাম, আসাদুল আলম, হাফিজুল ইসলাম, হাফিজুর রহমান ও মাজেদুল হক মানিক। সভাপতি পদে আনারুল ইসলাম (গরুরগাড়ি), মশিউর রহমান (চেয়ার), রবিউল ইসলাম (আনারস), মাহবুবুর রহমান স্বপন (চাকা) ও হাজি হাফিজুর রহমান মানিক (উড়োজাহাজ) প্রতীক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান বুলু (তালাচাবি), রফিক (টেলিভিশন), বদরুল আলম (দোয়াত-কলম), মিজানুর রহমান মজনু (কাপ-পিরিচ) ও আবুল কালাম আজাদ (ছাতা)। সহসভাপতি পদে সাফিউল বাসার (কম্পিউটর), আশরাফুল ইসলাম (রিক্সা), সামসুজ্জোহা (বাইসাইকেল), আক্তারুজ্জামান (মোবাইল), জামাল উদ্দীন (দেওয়াল ঘড়ি) ও হাজি আবুল বাসার (মোটরসাইকেল)। সহসাধারণ সম্পাদক পদে জিয়ারুল হক (ডাব), মইনুল ইসলাম (খেজুর গাছ), কামাল হোসেন (আম) ও মিনারুল ইসলাম (অটো রিক্সা)। অর্থ সম্পাদক পদে তুহিন রেজা (টিউবওয়েল), আলমগীর হোসেন (হারিকেন) ও রওশন মাহমুদ (হাঁস)। প্রচার সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি (হাতি), কামরুজ্জামান (জগ) ও কাজিম উদ্দীন (চশমা)। দফতর সম্পাদক পদে আবুল হাসনাত (পাঞ্জাবি) ও রাজিব মিয়া রাজু (স্যালোমেশিন)। নির্বাহী সদস্য ৮টি পদে ১৫জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে সেকেন্দার আলী (হরিণ), জিল্লুর রহমান (সেলাই মেশিন), আব্দুল বারী সাগর (মাছ), বাদশা খান (মোরগ), বিল্লাল হোসেন (হাত করাত), আশিক ইকবাল তুষার (টেবিল ফ্যান), সেলিম রেজা (বটগাছ), মশিউর রহমান উজ্জ্বল (আলমারি), এনামুল (ফুটবল), খাদেমুল ইসলাম বাবলু (র‌্যাকেট), কামরুজ্জামান বাবু (বাল্ব), জামিল হোসেন (কলস), এনামুল হক (মাইক), উজ্জ্বল হোসেন (মই) ও মামুনুর রশিদ (উটপাখি) প্রতীক পেয়েছেন। আগামী ২৯ জানুয়ারি সোমবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটারের সংখ্যা ৮৯০জন।