দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবক রাজু (২০) শেফালী খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হেঁসো দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় শম্পা খাতুন (৩৫) নামের আরও এক গৃহবধূ আহত হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের ৬জনের নামে থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার বিষ্ণুপুর উত্তরপাড়ায় ওই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর উত্তরপাড়ার হান্নানের ছেলে রিয়াদ প্রতিবেশী আলেকের ছেলে রবিনের সাথে গাদি খেলা করছিলো। খেলা চলাকালীন রিয়াদ খেলা বন্ধ করে প্রাইভেট পড়তে যেতে চাইলে রবিন তাকে চেপে ধরে। বলে খেলা শেষ না হওয়া পর্যন্ত যেতে দেয়া হবে না। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বাগবিত-ায় জড়িয়ে পড়ে উভয়পক্ষের পরিবারের লোকজন। কথা কাটাকাটির একপর্যায়ে রবিনের ভাই রাজু, রবিনের মা শাহিনা বেগম, নয়নের স্ত্রী রাজিয়া খাতুন, মওলার স্ত্রী লালবানু এবং ছেলে হৃদয় এক জোট হয়ে হামলে পড়ে গৃহবধূ শেফালী খাতুনের ওপর। তাকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে রাজু হেঁসো দিয়ে মাথায় কোপ দেয়। হেঁসোর কোপে গৃহবধূ শেফালী মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে হান্নানের স্ত্রী শম্পা খাতুন এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ৩জনের মধ্যে শেফালী খাতুনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।