আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে শহরের শাদা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে। এ সময় মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮) বেশ কিছুদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রয় করে আসছে। গতকাল বিকেলে শাদাব্রিজ এলাকায় হারদীর ইয়াবা ব্যবসায়ী রাকিবের নিকট থেকে ১০ পিস ইয়াবা ক্রয় করে। দেলোয়ার ইয়াবা নিয়ে আসার সময় আলমডাঙ্গা থানার এএসআই খালেদ হোসেন তাকে আটক করে। এ সময় আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার হামিদুলের ছেলে মাদকসেবী হৃদয় ও কালিদাসপুর ইউনিয়নের পারআলমডাঙ্গার রাজিবকে আটক করে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।