ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী র্যাবের জালে বন্দি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল দেয়াকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ঝিটকিপোতা (পিচ মোড়) সাকিনস্থ জনৈক শুকুর আলীর মুদি দোকানের সামনে রাস্তার ওপর থেকে মহেশপুর পলিয়ানপুরের সাত্তার মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মিল্টন মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।