মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে আইনজীবী সমিতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির নবনির্বাচিত সভাপতি অ্যাড. একেএম শফিকুল আলম ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য পদের নির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার, নবনির্বাচিত সহসভাপতি এমএম রুস্তম আলী, আদিল করিম প্রমুখ। এসময় নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্বভার গ্রহণকালে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম বলেন, শক্তিশালী যেকোনো সংগঠনই সাংগঠনিকভাবে এগিয়ে যেতে পারে। মূলত আইনজীবীদের মর্যাদা ব”দ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করবো। বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং বিচারকদের সাথে সুসম্পর্ক রেখে আদালতের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা হবে। অপরদিকে জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো সঙ্কট মোকাবেলায় শরিক হতে আমরা প্রস্তুত। উপরোক্ত বিষয়গুলো প্রধান্য দিয়েই সংগঠন পরিচালনার দ”ঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।