দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতন বাস্তুপুরে গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিনগত রাতে সংঘবদ্ধ গরুচোরচক্র একটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মালিক পুরাতন বাস্তুপুরের মৃত মোকসেদ ম-লের ছেলে আব্দুর রহমান ওরফে ভুন্দা (৫০) জানান, গত রোববার দিনগত রাতে গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়ে যায়। আমি ফজরের নামাজ পড়তে ওঠে দেখি গোয়ালে গরু নেই। গরুটি খুঁজতে পরদিন সোমবার ডুগডুগি পশু হাটেও গিয়েছিলাম। কিন্ত পাওয়া যায়নি। গরুটির বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে বলেও জানান তিনি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।