আলমডাঙ্গার হাঁটুভাঙ্গার বিল্লাল ইয়াবাসহ আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাঁটুভাঙ্গা গ্রামের বিল্লালকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতপরশু রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাকে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বিল্লাল এলাকার চিহ্নিত শীর্ষ মাদকব্যবসায়ী। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা, মেহেরপুর জেলার গাংনী উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকার শীর্ষ ৩ মাদকস¤্রাটের অন্যতম বিল্লাল। গত সোমবার রাতে আলমডাঙ্গা থানার এসআই সাইফুল, এসআই অচিন্ত, এএসআই খালেদ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বিল্লালকে আটক করে। সে সময় পুলিশ তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইতঃপূর্বে ৩ সীমান্তবর্তী উপজেলার বাকি ২ শীর্ষ মাদকস¤্রাটখ্যাত হাঁটুভাঙ্গার পাঞ্জাব ও তাইজেলকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনের ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।