স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়া মনিরামপুর স্কুলপাড়ার ছালোয়ার হোসেনের স্ত্রী শান্তনা খাতুন ও তার ছেলে মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র অফিকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ছালোয়ারের আপন ভাই আমিরের স্ত্রী শেফালী খাতুন তাদেরকে ঝাটার বাট দিয়ে পিটিয়ে আহত করে বলে পরিবারের লোকজনের অভিযোগ। গতকাল শুক্রবার সকালে আহতাবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার সময় শান্তনা খাতুন ও তার সাথে থাকা পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, ছানোয়ার ও তার ভাই আমিরের সংসার আলাদা হলেও একই উঠোনে তাদের হাটাচলা। একজনের হাঁস-মুরগি আরেকজনের ঘরের সামনে যাওয়া নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এরই একপর্যায়ে গতকাল শুক্রবার সকালে শান্তনা বাড়ির উঠোনে তার রান্না ঘরে রান্না করার সময় ডিম ও পেয়াজের খোসা রান্নাঘরের সামনে ফেলে রাখে। হাঁস-মুরগি সেগুলো ছিটিয়ে দিলে দুই জা’র মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরই একপর্যায়ে শেফালীর হাতে থাকা ঝাটার উল্টো পিঠ দিয়ে শান্তনাকে পেটাতে থাকে। শান্তনার ছেলে অফি ঠেকাতে গেলে তাকেও পেটায় সে। ঝাটার বাটের আঘাতে শান্তনার মাথা কেটে রক্ত ঝড়তে থাকলেও অফির শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। পরিবারের লোকজন ছুটে এসে শান্তনা ও অফিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে শান্তনা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন।