মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে মোটরসাইকেল চুরি সন্দেহে একই গ্রামের সোহেলকে আটক করেছে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল তাকে মুন্সিগঞ্জ বাজার থেকে আটক করে পুলিশ। তদন্তের পর দোষী প্রমাণিত হলে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের মৃত একরামুল হকের ছেলে শহিদুল ইসলাম তার নিজ ব্যবহৃত কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলটি গত পরশু বুধবার বিকেল ৫টার দিকে নিজের বাড়ির সামনে রেখে ব্যক্তিগত কাজে বাড়ির ভিতরে প্রবেশ করেন। ১০ মিনিট পর ফিরে এসে মোটরসাইকেল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তিনি বলেন, একই গ্রামের টেংরার ছেলে সোহেল ও এক অজ্ঞাত ব্যক্তি বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলো। গতকাল বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ তাকে বাজার থেকে আটক করে। ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আলমগীর হোসেন আটকের কথা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হবে।