মেহেরপুর অফিস: মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে তহবাজার ব্যবসায়ী সমিতি মিলনায়তনে তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল। অনুষ্ঠান উদ্বোধন করেন সংবর্র্ধিত মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান মফিজ, তহবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সদস্য আলামিন হোসেন প্রমুখ।