মাথাভাঙ্গা মনিটর: মার্টিন গাপটিলের অর্ধশত রানের ঝড়ো ইনিংসে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে সফরকারীদের ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান করে পাকিস্তান। লক্ষ্য তাঁড়া করতে নামলে নিউজিল্যান্ডের ইনিংসের ১৪ ওভার শেষে বৃষ্টি শুরু হয়। সে সময় তাদের রান ছিল ২ উইকেটে ৬৪। পরে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর নতুন করে খেলা শুরু হলে বৃষ্টি আইনে ২৫ ওভারে ১৫১ রানের লক্ষ্য নির্ধারিত হয় কিউইদের সামনে। তাই ম্যাচ জিততে বাকি ১১ ওভারে ৮৭ প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। গাপটিল-টেইলরের অবিচ্ছিন্ন শতরানের জুটি ৭ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে। গাপটিল ৭১ বল থেকে ৫টি চার ও ৫টি ছক্কার মারে করেন ৮৬ রান। এছাড়া রস টেলর ৪৩ বল থেকে করেন ৪৫ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভাল হয়নি। ১৪ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। দলীয় ৩৯ রানে তাদের অনুসরণ করে সাজঘরে ফেরেন বাবর আজম (১০)। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ হাফিজ (৬০), শাদাব খান (৫২) ও হাসান আলীর (৫১) অর্ধশত রানের সুবাদে ৯ উইকেটে ২৪৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। কিউই বোলারদের মধ্যে লুকি ফার্গুসন তিনটি এবং টিম সাউদি ও টড অ্যাশলে দুটি করে উইকেট নেন।