স্টাফ রিপোর্টার: বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী ও আত্মমানবতার স্বাস্থ্য সেবার লক্ষ্যে গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ ২৩টি প্রতিষ্ঠানে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি হাইস্কুল, একটি দাখিল মাদরাসা, তিনটি কমিউনিটি সেন্টার ও একটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র।
আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম জীবন রক্ষাকারী ১১ প্রকার ওষুধ এসব প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন।