ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে চোর সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে শহরের মেছুয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার দক্ষিণটিয়াপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম, একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে লাবলু হোসেন, সলেমানের ছেলে আলহাজ, একই উপজেলার রাউথ নাগদাহপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মহব্বত আলী, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্তঃজেলা চোর চক্রের ৫জন ‘ট’ বাজার এলাকায় চুরির পরিকল্পনা করছিলো। তাৎক্ষণিক এসআই শামছুর রহমান ও শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।