হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহ বাজারপাড়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার সময় হাসাদাহ বাজারপাড়ার আহাদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিকা-ের ঘটনায় আহাদ আলীর ছেলে সাগর (১৩) আহত হয়েছেন।
ঘটনাসূত্রে জানা যায়, আহাদ আলী ও তার স্ত্রী বাড়িতে একমাত্র ছেলে সাগরকে রেখে বাইরে কাজে বেরিয়ে ছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে বাড়ির ঘরে ছামছেটের ওপরে রাখা পাঠকাটির গাদায় আগুন লেগে যায়। ফলে, ঘরে থাকা ছেলে সাগর নিজে আগুন নেভানোর চেষ্টা করলে আগুনের লেলিহান শিখায় সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রতিবেশীরা অগ্নিকা-ের ঘটনা টের পেয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন ও সেই সাথে জীবননগর দমকল বাহিনীদেরকে খবর দেন। খবর পেয়ে দমকলবাহিনী অতি দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে কিছুক্ষণ পরে কোটচাঁদপুর দমকল বাহিনীর একটি ইউনিট এসে ঘটনাস্থলে হাজির হন। ওই অগ্নিকা- সম্পর্কে বাড়ির মালিক আহাদ আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমি আর আমার স্ত্রী বাড়ি থেকে বের হবার ৫ মিনিট পরেই মুঠোফোনে অগ্নিকা-ের ব্যাপারে জানতে পারি। বাড়িতে এসে দেখি অগ্নিকাণ্ডে আমার ঘরে বিক্রয়ের জন্য রাখা পাটকাঠিতে দাও দাও করে আগুন জ্বলছে।