স্টাফ রিপোর্টার: পেট্রোল মুখে নিয়ে আগুন জ্বালাতে গিয়ে ঝলসে গেছেন যুবক শাকিল হোসেন। গতকাল রোববার ৯টার দিকে পিকনিকের সময় আনন্দ করতে গিয়ে তিনি মুখে পেট্রোল নিয়ে আগুন নিক্ষেপ করতে গিয়ে তার মুখসহ শরীর ঝলসে যায়। গুরুত্বর আহত অবস্থায় শাকিলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের আবু তাহেরে ছেলে ট্রাক হেলপার শাকিল হোসেন (১৯) বন্ধুদের সাথে পিকনিকের আয়োজন করেন। গতরাত ৯টার দিকে আড্ডা ও আনন্দে মেতে ওঠে সবাই। শাকিল মুখে পেট্রোল নিয়ে আগুনে ফিক দিয়ে গিয়েও করতে গেলে তার মুখসহ শরীর ও মাথার চুল পড়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন শাকিলের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা চলছে।