মুন্সিগঞ্জ/ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাহাজউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশসহ জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বাদ আছর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের মৃত সদর আলীর ম-লের ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক আনছার সদস্য তাহাজউদ্দিন গতকাল শনিবার সকালে নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানায়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ভারতের চাকুলিয়া থেকে ট্রেনিং শেষে ৮নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণ করেন। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকস দল ও আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুন কবীর বীর সন্তানকে সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা শুকুর বাঙালি, আতিয়ার রহমান, মহাজ্জেল হোসেন, আব্দুল মালেক, তাহাজ্জল হোসেন, নুর মোহাম্মদ জকু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মন্টুসহ ইউনিয়ন কমান্ডার নুরুল ইসলাম ও ইউপি সদস্য মিশোর আলী প্রমুখ। গতকাল শনিবার বাদ আছর মরহুমের রাষ্ট্রীয় মর্যাদাসহ নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতকুরিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।