চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে দু জনকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গুলশানপাড়া শাপলা মাঠের অদুরে দুই বন্ধুর ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা শহরের পৌর এলাকার পলাশ পাড়ার মন্টুর ছেলে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সাকিব (১৭) ও তার বন্ধু গুলশান পাড়ার তৌফিকের ছেলে তালিনকে (১৭)। গতকাল শনিবার সন্ধ্যায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্হায় সাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এসময় হাসপাতালে সাকিবের শয্যাপাশে থাকা তার পরিবারের লোকজন ও আহত তালিন অভিযোগ করে বলেন, শনিবার বিকেল ৫টার দিকে সাকিব ও তালিন চুয়াডাঙ্গা গুলশানপাড়া শাপলা মাঠের অদুরে বসে গল্প করছিলো। এসময় গুলশানপাড়ার সোহান, ঈমন ও সজিব একটি মোটরসাইকেল চালিয়ে তাদের পিছনে থামে। কিছু বুঝে ওঠার আগেই পাশের একটি দোকান থেকে তারা ক্রিকেট খেলার স্ট্যাম্প বের করে সাকিব ও তালিনকে পেটাতে থাকলে তারা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানিয় লোকজন ছুটে গেলে তারা পালিয়ে যায়। পরে সাকিব ও তালিনকে রক্তাক্ত আহতাবস্হায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে সাকিবের মাথার আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তালিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গতকাল রাতেই আশঙ্কাজনক অবস্হায় অ্যাম্বুলেন্স যোগে সাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।