স্টাফ রিপোর্টার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহিলা বিষয়ক অধিদফতরের মাধ্যমে শুধু প্রশিক্ষণই নয় বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করা হচ্ছে। এ ছাড়া অসহায় দুস্থ নারীদের কুঠির শিল্প, মৎস্য, পশু ও হাসমুরগি পালন প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ঋণ প্রদান করা হচ্ছে। সরকারের দেয়া সেলাইমেশিনগুলো বিক্রি না করে পরিবারের আয়মূলক কাজে লাগানোর জন্য অনুরোধ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবীলা ছন্দা। জেলা মহিলা কার্যালয়ের অফিস সহকারী আবুল কালামের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার উম্মে সালমা আক্তার। শেষে এলাকার ১৫জন দুস্থ নারীকে বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করা হয়।