চুয়াডাঙ্গায় কারিগরি প্রশিক্ষণ বোর্ডে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি ও ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ বোর্ডের আওতাধীন কম্পিউটার এপ্লিকেশন কোর্সে ভর্তি ও ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ ভর্তি কোর্সে ১৯৭ জন এবং ফাইনাল পরীক্ষায় ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শহর সমাজসেবা প্রকল্প উন্নয়ন পরিষদের সভাপতি জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, কম্পিউটার প্রশিক্ষক রাশেদ-উর-রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনজিত কুমার ঘোষ সুমন, পরিদর্শক মনোয়ার কুমার ম-ল, এনামুল হক , আব্দুল হাকিম কাজী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার সকাল ১০টায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিচালিত দক্ষতা উন্নয়ন কেন্দ্রে কম্পিউটার এপ্লিকেশন কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ১৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৫০ মিনিটের পরীক্ষায় গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিষয়ে প্রশ্নপত্র করা হয়। ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্স ফি ২ হাজার ৮৫০ টাকা। ভর্তি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হবে আগামী ৮ জানুয়ারি।
এদিকে, একই স্থানে দুপুর আড়াইটায় ১ ঘণ্টাব্যাপী একই কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাইনাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শহর সমাজসেবা প্রকল্প উন্নয়ন পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাহান। এ ব্যাচের শিক্ষার্থীরা ৬ মাস আগে কম্পিউটার এপ্লিকেশন কোর্সে ভর্তি হয়েছিলো। এ কোর্সের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হবে ২ মাস পর। চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এসএসসি পাস যে কেউ কম্পিউটার এপ্লিকেশন কোর্সে অংশগ্রহণ করতে পারেন। কারিগরি প্রশিক্ষণ বোর্ডের আওতাধীন এ কোর্সে অংশ নিয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বাড়তি সুবিধা পেতে পারেন।’