চলতি শীত মরসুমের মৃদু প্রথম শৈত্যপ্রবাহ দেশের অধিকাংশ এলাকায় বিস্তারের পূর্বাভাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রবাহমান শৈত্যপ্রবাহ কয়েকদিনে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বিস্তার লাভ করতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এরকমই সম্ভাবনার তথ্য দিয়ে বলা হয়েছে, সারাদেশে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এবার শীত শুরুর পর একটি নিম্নচাপসহ পশ্চিমা ঝঞ্ঝার বিরূপ প্রভাবে বাংলাদেশে উত্তরের হিমেল হাওয়ার দাপটে ছিলো ঘাটতি। সব বাধা কাটিয়ে দেড় দু’সপ্তাহ ধরে শীত আপন ছন্দে রয়েছে। এরই ধারাবাহিকতায় উত্তরের হিমেল হাওয়া প্রাণীকূলকে কাঁপুনি ধরাতে শুরু করেছে। দিনে ঝলমলে রোদ থাকলেও শীতের প্রভাব যেন লেগেই থাকছে। গতপরশু ও গতকাল চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হয়েছে। এর আগে থেকেই চুয়াডাঙ্গায় হতদরিদ্র গরিবদের মাঝে নিজের হাতে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ অর্থশালী ব্যক্তিসহ বিভিন্ন সংগঠন সংস্থাগুলোকে শীতবস্ত্র বিতরণে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের হাতে ৩৩৫টি কম্বল তুলে দেয় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা। দরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ শীতবস্ত্র জেলা প্রশাসকের হাতে তুলে দেন আশা চুয়াডাঙ্গার ডিএম আজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সদর অঞ্চলের আরএমসহ সদর ব্রাঞ্চের বিএমগণ।
এদিকে আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই শৈত্যপ্রবাহ পরিস্থিতি ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য স্থানে বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় (১-৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনে শেষের দিকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো হাতিয়ায় ২৬ দশমিক ২ ও সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে গতকাল ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার মুক্তিযোদ্ধাদের হাতে সরকারি এ কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু প্রমুখ।