স্টাফ রিপোর্টার: খুলনা থেকে কাঁচামাল বিক্রি করে মহানন্দা এক্সপ্রেস ট্রেনযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন কাঁচামাল ব্যবসায়ী মিনারুল ইসলাম। গতকাল মঙ্গলবার অজ্ঞান অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ইব্রাহিমপুর পশ্চিমপাড়ার মৃত জবেদ আলীর ছেলে। মিনারুল ইসলামের শয্যাপাশে থাকা তার ছোট ভাই মতিয়ার রহমান বলেন, গতপরশু সোমবার গ্রামের কিছু চাষি মিলে ট্রাকে করে বেগুন নিয়ে যায় খুলনার একটি বাজারে। সেখান থেকে বেগুন বিক্রি করে গতকাল মঙ্গলবার মহানন্দা এক্সপ্রেস ট্রেনযোগে তারা বাড়ি ফিরছিলো। পথিমধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মিনারুল। তার সাথে থাকা লোকজন প্রথমে তাকে বাড়িতে নেয়। পরে গতকাল মঙ্গলবার রাতে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে মতিয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিনারুল ইসলাম আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের বেগুন নিয়ে খুলনা যায়।