মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বরসতি খালে অভিযান চালিয়ে আটটি অবৈধ বাঁধ অপসারণ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার জানান, বেশ কয়েক মাস ধরে বিভিন্ন অঞ্চলের প্রভাবশালীরা খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে একদিকে খালের গতিপথ পরিবর্তন হচ্ছে অপরদিকে খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। গতকাল দুপুর থেকে স্বরসতি খালে অভিযান চালানো হয়। এ সময় স্বরসতি খাল থেকে ৮টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা হয় দুই হাজার মিটার কারেন্ট জাল। পরে কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয়।