মাথাভাঙ্গা মনিটর: অ্যালিস্টার কুকের সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনটা স্বস্তিতেই কাটিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ৩২৭ রানে অস্ট্রেলিয়া গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। শুরুতে কিছুটা হিমশিম খেলেও ওপেনার অ্যালিস্টার কুকের সেঞ্চুরিতে দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনশেষে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে তারা। এখনও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৩৫ রানে পিছিয়ে আছে ইংলিশরা। কুক ব্যাট করছেন ১০৪ রানে। সঙ্গে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট (৪৯)।
গতকাল বুধবার দিনের শুরুর দুই সেশনে ঘটেছে যতো অঘটন। ৬৭ রানে অস্ট্রেলিয়ার সাত উইকেট তুলে নেয় ইংল্যান্ড। তাতে ৩২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রড ৫১ রানে ৪ উইকেট নিয়ে দেখান বিধ্বংসী রূপ। সঙ্গী জেমস অ্যান্ডারসন নেন ৩ উইকেট। টম কুরানের অভিষেক উইকেট স্টিভেন স্মিথ। অসি অধিনায়ককে ৭৬ রানে বোল্ড করে কুরান নাড়িয়ে দেন অসিদের ভিত্তি। তাতে অবশ্য কাজটা সহজ হয় বাকিদের। অবশ্য পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।