ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার পল্লি নওলামারী গ্রামের মন্দার বিল নামক মাঠে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। ড্রেজার মেশিনের সাহায্যে মাটির নিচ থেকে বালু উত্তোলন করে দেদারছে বিক্রি করছে। ভূগর্ভস্থ বালু উত্তোলন নিষিদ্ধ হলেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বেগুয়ারখালী গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে আকতার (৪০) ও বলিয়ারপুর গ্রামের মৃত মনিরুদ্দীনের ছেলে সিরাজ (৫০)। তারা দুজন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় ট্রলি বোঝায় করে বিক্রি করে আসছে। এ ব্যাপারে তাদের কেউ বাধা দিলে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানিয়েছেন। এ প্রতিবেদকের কাছে মাঠে কর্মরত সিরাজুল, মরজেম, হাসিবুল, রফিক, আশরাফুল, জহুরুলসহ অন্যান্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন ইতঃপূর্বে স্থানীয় একাধিক পত্রিকার সাংবাদিক ঘটনাস্থলে এসে ছবি ও তথ্য নিয়ে গেলেও রহস্যজনক কারণে এ অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করেনি। তারা জানান দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে এর পার্শ¦বর্তী খাসকররা গ্রামের জগতের ছেলে রাজ্জাক আলী, একই গ্রামের মঙ্গল ডাক্তারের ছেলে আকতার ডাক্তার, ছানোয়ারের ছেলে লাড্ডু, চিলাভালকি গ্রামের যাদু ম-লের ছেলে আজিবার, রবিউল শাহ্’র ছেলে রেজাউল শাহ্ এবং তোফাজ্জেলের ছেলে ইমারতের ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া মাঠে যাওয়া-আসার একমাত্র রাস্তাটিও ধসে যেতে বসেছে। অবৈধ বালু উত্তোলনে ভূগর্ভস্থ মাটির স্তর সরে যাওয়ার কারণে ইতঃমধ্যে ওই এলাকার আবাদি ফসলের পরিমাণ অশঙ্কাজনকভাবে কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে এ মাঠে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হবে না। এব্যাপারে বালু উত্তোলনকারী আকতারের সাথে কথা বললে তিনি তাদের এ অবৈধ কাজের কথা অপকটে স্বীকার করে অভ্যাসগতভাবে এ প্রতিবেদককে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা চালায়। ওই এলাকার আবাদি কৃষকসহ সাধারণ জনগণ অচিরে এ অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
আলমডাঙ্গার নওলামারী মন্দার বিলের মাঠে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
