প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন স্থগিত
স্টাফ রিপোর্টার: বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকের প্রতিনিধি দলের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। গত সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের সদস্য তপন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী আমাদের বলেছেন তিনি আমাদের দাবি- দাওয়াগুলো বিবেচনা করবেন। এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কর্মসূচি শুরু করে। সহকারী শিক্ষকদের আটটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। সংগঠনের নেতারা বলেছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
বিএসএফের ৩ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে পতাকা বৈঠকের পর ছেড়ে দেয়া হয়েছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠক হয়। বেলা একটার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, পদ্মা নদীর ভাঙনে সীমান্ত পিলারগুলো বিলীন হয়ে গেছে। এ ছাড়া কুয়াশাও ছিলো। তারা পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছিলো। এরপর তাদের আটক করা হয়। বিষয়টি বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের পর বেলা একটার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। গত সোমবার ভোরে রাজশাহী শহরের পাশের হাজির বাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা বিএসএফের তিন সদস্যকে আটক করে। তারা হলেন এসআই হরনাথ সিং এবং কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়-ডাঙা ক্যাম্পে কর্মরত। আটকের পর তাদের চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়।
সারা দেশে অনলাইনে রেলের টিকেট বিক্রি ব্যবস্থা অচল
স্টাফ রিপোর্টার: সারা দেশে রেলের অনলাইন টিকেট বিক্রির ব্যবস্থা অচল হয়ে পড়েছে। গত সোমবার দুপুর ১টার দিকে এ সমস্যার সৃষ্টি হয়। এ কারণে স্টেশনগুলোতে হাতে লেখা টিকেট বিক্রি হচ্ছে। ফলে আগাম টিকেট ক্রয় এবং অন্য স্টেশনের টিকেট ক্রয় করতে আসা যাত্রীরা বেকায়দায় পড়েছেন। ভোক্তভোগী একজন যাত্রী জানান, ‘তিনি ঢাকা যেতে অগ্রিম টিকেট চেয়েছেন। এসে জানতে পারেন অনলাইনে সমস্যা, তাই ফিরে যাচ্ছেন। কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, ‘ঢাকায় নেটওয়ার্কের ক্যাবল কেটে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে। যাত্রীদের ব্লাক পেপারে টিকেট দেয়া হচ্ছে।’
মালয়েশিয়ায় বাংলাদেশি পরিচালক গ্রেফতার
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে গ্রেফতার হন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। গত রোববার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় স্থানীয় পুলিশ সহযোগী মিরাজসহ অনন্য মামুনকে গ্রেফতার করেছে। গত সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ অনুষ্ঠানের উপস্থাপক ও আরেক চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন অনন্য মামুন। এ অনুষ্ঠানের অন্যতম আয়োজক তিনি। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন। এই দলে ছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী আসিফ আকবর, চিত্রনায়িকা আইরিন, মিষ্টি জান্নাত, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা, কবির তিথি ও গানের দল চিরকুট।