ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুর গ্রাম থেকে মারামারি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিনগত গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের কালু শেখের ছেলে শাহাজাহান ( ৫৮), সাহবারি (৫৫), আমিরুল ইসলাম (৪৫) ও আমিরুলের ছেলে খোকন (২৫)। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে এসআই তপন কুমার নন্দীর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালায় কোমরপুর ব্রিজ সংলগ্ন নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন প্রতিবেদককে জানান তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মারামারি মামলা রয়েছে এবং তারা পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি। গতকালই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।