স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গা হকপাড়ার শরীফকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলা শহর হকপাড়ার ছাদেক আলীর ছেলে। শরীফ অভিযোগ করে বলে, গত বুধবার হকপাড়ার কাশেম বাঙালের ছেলে কাওছার আমার ভাই শামীমকে মারধর করে। এরই প্রতিবাদ করায় গতকাল শনিবার সন্ধ্যায় পাড়ার ভেতর হাঁটাহাঁটি করার সময় কাওছার তাকে একা পেয়ে ধারালো অস্ত্র রামদা দিয়ে মাথায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় শরীফ মাটিতে লুটিয়ে পড়লে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।